এনসিএইচএসি নিৰ্বাচন : বিজেপি প্রার্থীর প্রচারে ডিমা হাসাওয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

হাফলং (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ (এনসিএইচএসি)-এর নির্বাচনে বিজেপির হয়ে প্রচার চালাতে বুধবার ডিমা হাসাও জেলায় এসেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। বুধবার গুয়াহাটি থেকে হেলিকপ্টারে দিয়ুংব্রা জেবি হাগজার স্কুলের খেলার মাঠে আয়োজিত জনসভায় পরিষদের দিয়ুংব্রা আসনের প্রার্থী রূপালী লাংথাসার হয়ে প্রচারে অংশ নিয়ে শান্তি ও উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ড. শর্মা।

নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, এবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ বিজেপির দখলে গেলে রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং উত্তর কাছাড় পার্বত্য পরিষদ দিয়ুংব্রা অঞ্চলের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী দিয়ুংব্রা অঞ্চলের এক হাজার মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। তাছাড়া যাঁদের রেশন কার্ড নেই, তাঁদের রেশন কার্ড তৈরি করতে ব্যবস্থা গ্রহণ এবং দিয়ুংব্রাতে কলেজ স্থাপন করা হবে।

তাঁর আরও প্রতিশ্রুতি, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকার পদক্ষেপ গ্রহণ করবে। দিয়ুংব্রা অঞ্চলের যে সব গ্রামে রাস্তা তৈরি হয়নি সে সব গ্রামের রাস্তা নির্মাণের জন্য তিন বছরে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করবে সরকার। তাই রূপালী লাংথাসাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

বুধবার মুখ্যমন্ত্রী উমরাংসো এবং দিহাঙ্গিতে বিজেপি প্রার্থী যথাক্ৰমে সামসিং ইংতি ও দেবোলাল গার্লোসার হয়ে নির্বাচনী প্ৰচারে অংশগ্রহণ করেন। আগামী দুদিন তিনি হাফলং, মাহুর, লাইসং, হাজাডিসা, ওয়াজাওয়ে বিজেপির প্রার্থীদের হয়ে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

এদিন মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে ছিলেন বিজেপি সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী নন্দিতা গার্লোসা, কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য, ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি গলোঞ্জ থাওসেন প্রমুখ।