সমসাময়িক সময়ে সবথেকে দুর্নীতিগ্রস্ত এএপি : অনুরাগ ঠাকুর; পাল্টা তোপ অতিশীর

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): সমসাময়িক সময়ে আম আদমি পার্টিই (এএপি) সবথেকে দুর্নীতিগ্রস্ত দল। অরবিন্দ কেজরিওয়ালের দলের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। পাল্টা বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন দিল্লির মন্ত্রী ও এএপি নেত্রী অতিশী। অতিশী বলেছেন, ইডি-র মাধ্যমে বিরোধীদের নির্মূল করতে চায় বিজেপি। প্রসঙ্গত, ইডি-র সমনে বুধবারও হাজিরা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৩ জানুয়ারি তাঁকে ইডি-র দফতরে এসে দেখা করতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এই মর্মে গত ২২ ডিসেম্বর অরবিন্দকে সমন পাঠানো হয়েছিল। বুধবার ছিল সেই দিন। তবে সকালেই আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ জানিয়ে দেন, তিনি ইডি দফতরে আসছেন না।

এরই প্রেক্ষিতে কেজরিওয়াল তথা আম আদমি পার্টিকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বুধবার হিমাচল প্রদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “সমসাময়িক সময়ে আম আদমি পার্টি সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল। দলের বেশ কয়েকজন মন্ত্রী জেলে এবং তাঁদের মুখ্যমন্ত্রী (অরবিন্দ কেজরিওয়াল) ক্রমাগত ইডি-র সমন এড়িয়ে যাচ্ছেন, এতে বোঝাই যাচ্ছে কিছু ভুল আছে।”

আবার বিজেপিকে আক্রমণ করে দিল্লির মন্ত্রী অতিশী বলেছেন, “দু’বার সমন পাওয়ার পর, অরবিন্দ কেজরিওয়াল ইডি-কে চিঠি লিখে জিজ্ঞাসা করেছিলেন, কেন তাঁকে এজেন্সি ডাকছে? ইডি এখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের প্রশ্নের উত্তর দেয়নি। ইডি আধিকারিকরাও জানেন, এই সমন আসলে বেআইনি, তাঁরা সত্য বলতে পারছে না যে তাঁরা বিজেপি অফিস থেকে আদেশ পেয়েছে। দেড় বছর ধরে তদন্ত করেও এক টাকারও প্রমাণ পাওয়া যায়নি…এই সমন শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য। লোকসভা নির্বাচনের জন্য সমস্ত দল একত্রিত হচ্ছে এবং তাই বিজেপি ইডি-র মাধ্যমে বিরোধীদের নির্মূল করতে চায়।”