গুরুগ্রামে বাড়িতে ঢুকে পড়ল চিতা, আতঙ্কে দিশেহারা নরসিংহপুর গ্রামের বাসিন্দারা

গুরুগ্রাম, ৩ জানুয়ারি (হি.স.): হরিয়ানার গুরুগ্রামে বাড়িতে ঢুকে পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বুধবার সকালে গুরুগ্রামের নরসিংহপুর গ্রামে একটি চিতাকে দেখতে পাওয়া যায়, সেই চিতাটি একটি বাড়িতেও ঢুকে পড়ে। এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে চিতাটি। আতঙ্কে দিশেহারা নরসিংহপুর গ্রামের বাসিন্দারা।

স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে নরসিংহপুর গ্রামে দেখা যায় একটি চিতাকে, সেই বন্যপ্রাণীটি একটি বাড়িতেও ঢুকে পড়ে। তবে, চিতা কাউকে আক্রমণ করতে পারেনি। খবর পাওয়ার পর নরসিংহপুর গ্রামে এসেছে পুলিশ ও বন দফতর। ওই চিতাকে ধরার চেষ্টা চলছে।