সাবিত্রীবাই ফুলেকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা বিজেপির

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : সাবিত্রীবাই ফুলেকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে বিজেপি। বুধবার নারী মুক্তি আন্দোলনের মহান নেত্রী সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকী পালন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই মহান নেত্রীর সামাজিক অবদানের কথাও স্মরণ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিজেপির পক্ষ থেকে এদিন সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লেখা হয়েছে, “দেশের প্রথম মহিলা শিক্ষক, নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত ও সমাজসেবী সাবিত্রীবাই ফুলেকে তাঁর জন্মবার্ষিকীতে জানাই শত সহস্র শ্রদ্ধা।”