কেন্দ্রীয় আইন, চালকদের স্বার্থ লঙ্ঘন করতে চলেছে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় আইন, চালকদের স্বার্থ লঙ্ঘন করতে চলেছে। মঙ্গলবার এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এদিন বলেন, কেন্দ্রীয় সরকার একটি আইন করেছে যাতে চালকদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে। তাই বাধ্য হয়ে ধর্মঘটে যেতে হচ্ছে চালকদের।

কংগ্রেস নেতা এবং লোকসভার সাংসদ রাহুল গান্ধী মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে লিখেছেন, ক্ষতিগ্রস্ত শ্রেণীর সঙ্গে আলোচনা না করে এবং বিরোধীদের সঙ্গে আলোচনা ছাড়াই আইন প্রণয়নের জেদ গণতন্ত্রের আত্মার উপর ক্রমাগত আক্রমণ। সংসদ ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলেও এদিন উল্লেখ করেন রাহুল। তিনি বলেন, চালকদের বিরুদ্ধে একটি আইন পাস করা হয়েছে যার পরিণতি মারাত্মক হতে পারে। রাহুল জানান, সীমিত আয়ের এই পরিশ্রমী শ্রেণীটিকে কঠোর আইনি জটিলতায় জড়ালে তাদের জীবনে এর প্রভাব পড়তে পারে। তিনি বলেন, এই আইনের অপব্যবহারের ফলে সংগঠিত দুর্নীতির পাশাপাশি ‘পুনরুদ্ধার প্রক্রিয়া’ হতে পারে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সম্প্রতি অপরাধ সংক্রান্ত নতুন আইন এনেছে। এই আইনে বলা হয়েছে, কোনও ট্রাক বা ডাম্পার বা বাস চালক দুর্ঘটনা ঘটিয়ে যদি সেই স্থান থেকে পালিয়ে যায় তাহলে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এনিয়ে দুদিন ধরে ধর্মঘট করছেন চালকরা। মঙ্গলবারও চালকরা ধর্মঘট জারি রেখেছে। তবে এনিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, হিট অ্যান্ড রান মামলায় যে বিধানটি ১০ বছর বাড়ানো হয়েছে, তা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে লেখা হয়েছে। সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি ক্ষেত্রে বলেছে যে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যারা অসাবধানে গাড়ি চালায় এবং দুর্ঘটনা ঘটিয়ে রাস্তা থেকে পালিয়ে যায়। এদের জন্যই অসহায় মানুষদের মৃত্যু ঘটে।