উত্তরপ্রদেশে তুলসীদাসের জন্মস্থান রাজাপুরের উন্নয়নের জন্য ২১ কোটি টাকা অনুমোদিত

লখনউ, ২ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ রাজ্যে গোস্বামী তুলসীদাসের জন্মস্থান রাজাপুরের উন্নয়নের জন্য ২১ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার শ্রী রামচরিতমানসের লেখক গোস্বামী তুলসীদাসের জন্মস্থান চিত্রকুট জেলার রাজাপুর শহরের সামগ্রিক পর্যটন উন্নয়নের জন্য প্রায় ২১ কোটি টাকা অনুমোদন করেছে। মঙ্গলবার উত্তরপ্রদেশ রাজ্যের পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী জয়বীর সিং এই তথ্য জানিয়েছেন।

জয়বীর সিং এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, শ্রী রামচরিতমানস আমাদের পবিত্র গ্রন্থ, এর সঙ্গে বিপুল সংখ্যক ভক্তের বিশ্বাস জড়িত। শ্রী রামচরিতমানসের লেখক গোস্বামী তুলসীদাসও তাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিপুল সংখ্যক মানুষ তাঁর জন্মস্থান দেখতে আসেন। আমাদের প্রচেষ্টা হল এই স্থানটির সার্বিক পর্যটনের বিকাশ ঘটানো, যাতে আগত পর্যটকরা কোন প্রকার অসুবিধার সম্মুখীন না হন। তাদের যাতায়াতের পাশাপাশি আবাসনের সুব্যবস্থাও থাকতে হবে। তিনি বলেন, এটি ডিজিটাল যুগ, বিশেষ করে এটি তরুণ প্রজন্ম ও শিশুদের দৈনন্দিন রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে মানুষকে শ্রী রামচরিতমানস পাঠ করানো এবং ডিজিটাল মাধ্যমে তুলসীদাসের জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। রাজাপুরে তুলসীদাস স্মৃতিসৌধের কাছে প্রায় আড়াই একর জায়গায় উন্নয়ন কাজ করা হবে বলেও তিনি এদিন জানান। এখানে স্মৃতিসৌধের পাশে সৌন্দর্যবর্ধনও করা হবে। পার্ক তৈরি করা হবে, ঔষধি গাছ লাগানো হবে। শিশুদের খেলার জন্য দোলনা ইত্যাদির ব্যবস্থা করা হবে। ডরমেটরি তৈরি করা হবে। ডিজিটাল লাইব্রেরি ও ইন্টারপ্রিটেশন সেন্টার নির্মাণ করা হবে। এখানে মানুষ ডিজিটালভাবে রামায়ণ পড়তে পারবেন এবং তুলসীদাসের জীবনের সঙ্গে পরিচিত হতে পারবেন। এছাড়া ওপেন থিয়েটার, ল্যান্ডস্কেপসহ আরও অনেক কাজ করা হবে বলেও তিনি এদিন জানান।

পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী জয়বীর সিং বলেন, বর্তমানে অভ্যন্তরীণ পর্যটনের ক্ষেত্রে উত্তরপ্রদেশ প্রথম স্থানে রয়েছে। এখানে পর্যটন খাতের দ্রুত বিকাশ ঘটছে। পর্যটন সুবিধা ক্রমাগত উন্নত করা হচ্ছে। আমাদের চেষ্টা হল এখানে আসা পর্যটকরা যেন বিশেষ অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন।