ফাঁসিদেওয়া, ২ জানুয়ারি (হি.স.): রেশন বণ্টন নিয়ে সমিতির মধ্যে দু’পক্ষের ঝামেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ফাঁসিদেওয়ার বলাইগছ এলাকায়। মঙ্গলবার সামগ্রী বিতরণের কথা থাকলেও রেশন দোকানে সমিতির এক পক্ষ তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বচসা বাধে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রেশনের দোকানে দুর্নীতি চলছে। কিছুদিন আগে ওই রেশন দোকানের লাইসেন্স সাসপেন্ড করা হয়। সেই জায়গায় নতুন ডিলারকে বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই খাদ্য দফতরকে ভর্তুকি দেওয়ার পর সংশ্লিষ্ট দফতর সাসপেনশন তুলে নিয়েছে। মঙ্গলবার সামগ্রী বিতরণের কথা থাকলেও রেশন দোকানে সমিতির এক পক্ষ তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বচসা বাধে।
ঘটনার খবর পেয়ে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। সমিতির সভাপতি কেবলচন্দ্র সিং জানালেন, রেশনের গুদামে তালা দিয়ে দেওয়ায় সামগ্রী বিলি করা যাচ্ছে না। অপরদিকে, ফাঁসিদেওয়ার প্রাক্তন প্রধান তথা গ্রামের বাসিন্দা দীনদয়াল সিং জানান, আগের পক্ষ ঠিকঠাক কাজ করছিল না বলেই তাদের সাসপেন্ড করা হয়েছিল। নিয়ম না মেনে এই সমিতি চলছে। তাই সমিতি নতুনদের সামগ্রী বিতরণের দায়িত্ব

