নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক বেদ প্রকাশ নন্দার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে অধ্যাপকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অধ্যাপক বেদ প্রকাশ নন্দার প্রয়াণে শোক প্রকাশ করে মোদী তাঁর “আইনি শিক্ষার প্রতি তাঁর দৃঢ় প্রতিশ্রুতি” তুলে ধরেছেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এক্স-এ পোস্ট করে লিখেছেন, “অধ্যাপক বেদ প্রকাশ নন্দা জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন বিশিষ্ট শিক্ষাবিদ যার আইনি ক্ষেত্রে অবদান অমূল্য , তাঁর কাজ আইনী শিক্ষার প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতিকে তুলে ধরে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রবাসীদের একজন বিশিষ্ট সদস্যও ছিলেন এবং শক্তিশালী ভারত-মার্কিন সম্পর্ককে উৎসাহ দান করেছিলেন।” মোদী আরও লেখেন, “ওম শান্তি, তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।”
অধ্যাপক নন্দা ছিলেন একজন ভারতীয় আমেরিকান শিক্ষাবিদ। ইনি সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে ২০১৮ সালের ২০ মার্চ পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। তিনি আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞ ছিলেন।

