উজ্জয়িনী, ২ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বছরের প্রথম দিনে ৮ লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয়েছিল। মঙ্গলবার মন্দিরের এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন। নববর্ষের দিনে প্রার্থনা জানাতে ৮ লক্ষেরও বেশি ভক্ত মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন। মহাকালেশ্বর মন্দিরটি দেশের ১২টি ‘জ্যোতির্লিঙ্গ’-র মধ্যে একটি।
মন্দিরের পরিচালনা কমিটির প্রশাসক সন্দীপ সোনি জানিয়েছেন, সোমবার বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় ৮.১০ লক্ষ ভক্ত মন্দিরে এসেছিলেন। সোমবার সকাল ৬টা থেকে ভক্তদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। তিনি আরও জানান, ওইদিন ৪৫,০০০-এরও বেশি ভক্ত ‘ভস্ম-আরতি’ (ভোরের প্রার্থনা) প্রত্যক্ষ করেছে।

