BRAKING NEWS

জাতীয় এক দিবসীয় ক্রিকেটে খেলতে ত্রিপুরার মহিলা টিম এখন ওড়িশায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। ওড়িশা গেলেন ত্রিপুরার ক্রিকেটাররা। অন্নপূর্ণা দাসের নেতৃত্বে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সিনিয়র মহিলাদের একদিবসীয় ক্রিকেটে। ৪ জানুয়ারি থেকে শুরু হবে আসর। ওই দিনই ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মিজোরাম। ৬ জানুয়ারি বিহার, ৮ জানুয়ারি কর্ণাটক, ১০ জানুয়ারি বিদর্ভ, ১২ জানুয়ারি গুজরাট, ১৪ জানুয়ারি ঝাড়খন্ড এবং ১৬ জানুয়ারি ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে পুদুচেরীর বিরুদ্ধে। ওই আসরে অংশ নিতে সোমবার সকালের বিমানে ওড়িশা গেলেন ঋজু সাহা-‌রা। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী ত্রিপুরার ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচেও ব্যাটে-‌বলে দাপট দেখিয়েছিলো প্রায় প্রতিটি ক্রিকেটার। কর্ণাটক, বিদর্ভ এবং গুজরাটকেই শক্তি প্রতিদ্বন্দি মনে করছেন ত্রিপুরার কোচ নারায়ন দে। স্পষ্ট ভাবেই বলেন,”ওই তিনটি দলের মধ্যে দুটি দলকে হারাতে পারলেই ত্রিপুরা মূলপর্বে পৌঁছে যাবে, এটা বিশ্বাস করি। আশাকরি মেয়েরা হতাশ করবে না”। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ইন্দ্ররাণী, অন্নপূর্ণা, ঋজু ভালো ফর্মে থাকার আভাষ দিয়েছিলেন। তবে ব্যাট হাতে হতাশ করেছেন মৌচৈতি দেবনাথ। পায়ের চোট সারিয়ে ঝুমকি দেবনাথ দলে ফেরায় ব্যাটিং শক্তি বেড়েছে মনে করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। ত্রিপুরার কোচ মনে করছেন, জাতীয় আসরে ফর্মে ফিরবেই ওপেনারটি। বল হাতে পেশাদার ক্রিকেটার রেশ্মা নায়েকের পাশাপাশি প্রীয়াঙ্কা আচার্য, সুরভি রায়, অন্নপূর্ণা দাস ভালো ফর্মে রয়েছেন।‌ দলনায়িকা অন্নপূর্ণা দাসও সাফল্য পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। তবে সাফল্য পেতে হলে ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে মনে করছেন ত্রিপুরার অধিনায়িকাটি। ঘোষিত দল:‌অন্নপূর্ণা দাস (‌অধিনায়িকা), ঋজু সাহা (‌সহ অধিনায়িকা), মৌচৈতি দেবনাথ, ইন্দ্ররাণী জমাতিয়া,মৌটুসী দে, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তী, ঝুমকি দেবনাথ, মামন রবি দাস, প্রীয়াঙ্কা আচার্য, দেনা হটচান্দিনী, রেশ্মা নায়েক,সুরভি রায়, পূজা দাস এবং সুপ্রিয়া দাস। কোচ:‌ রূমা দাস, নারায়ন চন্দ্র দেব,স্ট্যাংথ অ্যান্ড কন্ডশনিং কোচ:‌ হার্সিতা কৃষ্ণমূর্তি, ফিজিও হিরালী দেববর্মা এবং ম্যানেজার:‌ শিল্পী দেববর্মা। ‌‌  ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *