ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। জাতীয় স্কুল গেমস আসরে এবার হকির খবর। জাতীয় আসরে অংশ নিতে ত্রিপুরা দলের প্রস্তুতি চূড়ান্ত। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে যথারীতি ১৬ সদস্য বিশিষ্ট রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করে নিজ নিজ স্কুল থেকে তাদেরকে ছুটি প্রদানের আবেদনও করা হয়েছে। প্রথম দফায় ৩ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ শিবিরের জন্য তাদের ছুটি মঞ্জুর ছিল। পুনরায় তা ১৭ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করে নেওয়া হচ্ছে। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে ৬৭তম জাতীয় স্কুল গেমসের হকি টুর্নামেন্টে অংশ নিতে ত্রিপুরা দল ইতোমধ্যে রওয়ানা হচ্ছে। ৩ জানুয়ারি পর্যন্ত রাজ্য দল যথারীতি প্রশিক্ষণ নিচ্ছে। পাঞ্জাবের জলন্ধরে এবারকার এই টুর্নামেন্ট ৬ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ত্রিপুরা দলের খেলোয়াড়রা হলো নঈম ইসলাম, নয়ন সরকার, রণবীর সরকার, বিবেক রায়, জীবন সরকার, মইনুল হোসেন, দীপজিৎ চৌধুরী, নিহার দেববর্মা, সাগরদ্বীপ দে, নুর আহমেদ মিয়া, প্রীতম দেবনাথ, বুধীজয় ত্রিপুরা, মইনুল হোসেন, বাহার হোসেন, প্রিন্স কিন্ডু, হিমেশ দেববর্মা।
2024-01-01