BRAKING NEWS

ছত্রপতি সম্ভাজিনগরের কারখানায় অগ্নিকাণ্ডে মৃতদের আত্মীয়দের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুম্বই, ৩১ডিসেম্বর(হি.স.) : মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের কারখানায় অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শনিবার রাতে ছত্রপতি সম্ভাজিনগরের একটি হ্যান্ড গ্লাভস তৈরির কারখানায় আগুন লেগে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রবিবার ৬ জন শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

পুলিশ জানিয়েছে, ওয়ালুজ শিল্প এলাকায় সানশাইন এন্টারপ্রাইজেস ইউনিটে শনিবার রাত ১টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। সেসময় ওই কারখানায় মোট ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। সাতজন ইউনিটের টিনের ছাদ ভেঙে আগুন থেকে বাঁচতে সক্ষম হলেও, ৬ জনের মৃত্যু হয়। ওই কারখানায় হ্যান্ড গ্লাভস তৈরি করা হচ্ছিল বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে রবিবার একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, শিন্ডে মৃতের আত্মীয়দের প্রত্যেককে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন। এছাড়াও তিনি আহতদের চিকিৎসা ব্যয় বহন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি শ্রমিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দমকল আধিকারিকরা জানিয়েছেন, ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন নেভানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *