ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ছোটদের অনুর্ধ ১৩ ক্রিকেট টুর্নামেন্টের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হলো শনিবার। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষদের হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও আমজাদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আমজাদ নগর বনাম বড়পাথারী স্কুলের মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে আমজাদ নগর ৫৪ রানে পরাজিত করে বড় পাথারিকে। এই ম্যাচে আমজাদ নগর ট্রফি দিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৯ জন ব্যাটসম্যান কে হারিয়ে তুলে ১০৮ রান। ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করে আকাশ হোসেন। বড়পাথারির বোলারদের মধ্যে ইনিংসে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেয় দীপঙ্কর মিয়া ও অলক মজুমদার। জবাবে বরপাখারি জয়ের জন্য ১০৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে অলআউটের শিকার। আজাদ মিয়ার ধারাবাহিক বোলিং আক্রমণের সামনে বরপাথারির কোন ব্যাটসম্যান এর পক্ষেই ইনিংসে বেশি সময় টিকে থাকা সম্ভব হয়নি। ইনিংসে আজাদ একাই নয় ছয়টি উইকেট। বড়পাথাড়ির ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩১ রান করে প্রতীক চৌধুরী। অপরদিকে দিনের অপর সেমিফাইনাল ম্যাচে বিদ্যাপীঠ সাত উইকেটে পরাজিত করে বিলোনিয়া স্কুলকে। এই ম্যাচে বিলোনিয়া প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং ব্যাটসম্যান নীলাদ্রি পালের ৬৮ রানের সাহায্যে মাত্র ১০১ রান তুলে। বিদ্যাপীঠের দীপজ্যোতি ভৌমিক চারটি ও দীপ্তনু পাল তিনটি করে উইকেট নেয়। জবাবে জয়ের জন্য ১০২ রানে টার্গেট নিয়ে বিদ্যাপীঠ মাত্র তিনজন ব্যাটসম্যানকে হারিয়ে ১০৩ রান তুলে ম্যাচ থেকে জয় ছিনিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয়।