জম্মু, ৩০ ডিসেম্বর (হি.স.): ভগবান রাম শুধু হিন্দুদের নন, গোটা বিশ্বের সকলের। এই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। সকলের উদ্দেশ্যে তাঁর আহ্বান, “রাম মন্দির উন্মুক্ত হতে চলেছে, সবাই ভ্রাতৃত্ব বজায় রাখুন।” শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুক আব্দুল্লাহ বলেছেন, “অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। এই মন্দিরের জন্য যারা প্রচেষ্টা করেছেন আমি তাঁদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। মন্দির এখন প্রস্তুত, আমি সবাইকে বলতে চাই ভগবান রাম শুধুমাত্র হিন্দুদের নয়, তিনি বিশ্বের সকলের। এটা বইয়ে লেখা আছে।”
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ আরও বলেছেন, “ভগবান রাম ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের কথা বলেছেন। তিনি সর্বদা মানুষকে মাটি থেকে উত্থাপনের উপর জোর দিয়েছিলেন এবং কখনও তাঁদের ধর্ম…ভাষা জিজ্ঞাসা করেননি। তিনি একটি সর্বজনীন বার্তা দিয়েছেন…এখন যখন এই মন্দিরটি খুলতে চলেছে, আমি সবাইকে বলতে চাই সেই ভ্রাতৃত্ব বজায় রাখতে।”

