মস্কো, ২৯ ডিসেম্বর (হি.স.): রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত বিদ্যালয় #৬৫৩ পরিদর্শন করেন। সেই বিদ্যালয় পরিদর্শন করার পর নিজের এক্স হ্যান্ডেলে তিনি একটি ভিডিও শেয়ার করেন, সেখানে ভ্রমণ করে তিনি অত্যন্ত আনন্দিত বলে উল্লেখ করেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।
রাশিয়ার ছোট ছোট ছেলে-মেয়েরা ‘নমস্কার’ ও ‘স্বাগতম’ বলে এস জয়শঙ্কর বিদ্যালয়ে স্বাগত জানান। রাশিয়ান ছেলে-মেয়েদের নৃত্যানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন তিনি। বিদ্যালয়ে কবিগুরুকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এক্স-এ জয়শঙ্কর জানান, ভারতের প্রতি তাঁদের আবেগ সত্যিই মন স্পর্শ করেছে।