এ ডি নগর- ৯০
চাম্পামুড়া-৯২/৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। সদর মহকুমার সেরা চাম্পামুড়া কোচিং সেন্টার। এ নিয়ে ৭ বার সদর মহকুমার সেরার সম্মান পেলো চাম্পামুড়া সি সি। সুপার ফোরে অপরাজিত থেকে সেরার সম্মান লাল করে চাম্পামুড়া। শুক্রবার খেতাব নির্ণায়ক ম্যাচে চাম্পামুড়া অনায়াসেই পরাজিত করে এ ডি নগরকে। জয় পাওয়ার পাশাপাশি গ্রুপ লিগের পরাজয়েরও সুমধুর বদলা নিলো অয়ন দেবনাথরা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। সুপারের প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে এমনিতেই মানসিকভাবে পিছিয়ে ছিলো এ ডি নগরের ক্রিকেটাররা। দেখার ছিলো চাম্পামুড়ার বিরুদ্ধে কতটা লড়াই ছুনে দিতে পারে। কিন্তু চাম্পামুড়ার অধিনায়ক অয়ন দেবনাথের দুরন্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে এ ডি নগর। শেষ পর্যন্ত ওই চাপ থেকে আর বের হতে পারেনি খোকন দেবের ছেলেরা। অনেকটা অনায়াসেই সদরের সেরা হওয়ার সম্মান পায় চাম্পামুড়া। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুক্রবার শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে কর্ণ দেবনাথের চাম্পামুড়ার ক্রিকেটাররা। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে এ ডি নগর পি সি ৩৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯০ রান করতে সক্ষম হয়। প্রাথমিক বিপর্যয়ের ফলে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়ে ডি নগর। দলের পক্ষে দলনায়ক তীর্থ চক্রবর্তী ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮, দিব্যজ্যোতি ধর ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬, উইকেট রক্ষক মোহিত দেববর্মা ৩১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং আবীর ভট্টাচার্য ৭৪ বল খেলে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। চাম্পামুড়া সি সি-র পক্ষে দলনায়ক অয়ন দেবনাথ ১৩ রানে ৪ টি,, শুভ্রজিৎ চক্রবর্তী ৯ রানে ২ টি এবং মনিষ ঘোষ ১১ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শুরুতে রাহুল রিয়াং (৯) ব্যর্থ হলে ওপেনারতানিষ্ক চক্রবর্তীর সঙ্গে রুখে দাড়ায় রণদীপ দাস। ওই জুটি পাল্টা প্রতিরোধ গড়ে তুলে। তানিষ্ক ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩১ এবং রণদীপ ৫৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। এ ডি নগরের পক্ষে নীলেশ সূত্রধর ১৮ রানে ২ টি উইকেট দখল করে।