প্রান্তিক ক্লাবের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে ক্রসকান্ট্রি দৌড়ে অনামিকা, আকাশ সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। শহরের ধলেশ্বরস্থিত ঐতিহ্যবাহী বনেদী ক্লাব প্রান্তিক এর বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের অঙ্গ হিসেবে আজ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। মহিলা বিভাগের তিন কিলোমিটার দূরত্বের ক্রস কান্ট্রিতে সাই বাধারঘাটের অনামিকা দেবনাথ প্রথম, ড. বি আর আম্বেদকর প্লে সেন্টারের অন্তরা ঘোষ দ্বিতীয়, রাণীরবাজার প্লে সেন্টারের অরিজিতা সাহা তৃতীয়, সাই বাধারঘাটের মৌমিতা শীল ও ঝুলন দাস যথাক্রমে চতুর্থ পঞ্চম স্থান পেয়েছে। পুরুষ বিভাগে ছয় কিলোমিটার দূরত্বের ক্রস কান্ট্রিতে নবগ্রামের আকাশ বর্মন এবারও প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়েছে। রানীর বাজার প্লে সেন্টারের তনয় ভৌমিক দ্বিতীয়, ডঃ বি আর আম্বেদকর প্লে সেন্টারের অনিমেষ দে তৃতীয়, রানীর বাজার প্লে সেন্টারের মোবারক হোসেন চতুর্থ এবং এডি নগর প্লে সেন্টারের নিশান মজুমদার পঞ্চম স্থান পেয়েছে। প্রতিযোগিতা শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে।