নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর : আজ পশ্চিম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের নিয়ে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সূচনা হয়েছে এডিনগরস্হিত পশ্চিম ত্রিপুরা জেলা উপকৃষি অধিকর্তার কার্যালয়ে। মোট ৯টি ব্লক এলাকা থেকে ১৬০জন কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে এদিন।
আগামী তিনদিন কৃষকদের বিজ্ঞানভিত্তিক সবজি চাষ, বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সহ অন্যান্য বিষয়ে দেওয়া হবে প্রশিক্ষণ।
বৃহস্পতিবার উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন পশ্চিম জেলার কৃষি উপ অধি কর্তা ডঃ উত্তম সাহা, প্রযুক্তিগত আলোচনায় অংশগ্রহণ করেন ডঃ শিবপ্রসাদ মজুমদার, সহ অধিকর্তা সুকান্ত দাস সহ অন্যান্যরা।