জেএন.১-এর হদিস মিলল দিল্লিতেও, সৌরভ ভরদ্বাজ বললেন পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : এবার জাতীয় রাজধানী দিল্লিতেও ঢুকে পড়ল কোভিডের নয়া উপরূপ জেএন.১। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, এক ব্যক্তির দেহে কোভিডের এই নয়া উপরূপের হদিস মিলেছে। তবে রাজধানীবাসীকে এই উপরূপ নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, দিল্লির পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, “আমরা পরীক্ষার সংখ্যা বাড়িয়েছি। বুধবার আমরা বেসরকারি ও সরকারি হাসপাতালে ৬৩৬টি পরীক্ষা করেছি। ৩টি জিনোম সিকোয়েন্সিং ফলাফল গতকাল পাওয়া গিয়েছে, যার মধ্যে দু’টি পুরানো ওমিক্রন ভেরিয়েন্ট এবং একটি জেএন.১ ছিল। নতুন উপরূপটি মৃদু এবং মানুষজন গুরুতর অসুস্থ হচ্ছে না। এই ভেরিয়েন্টের রোগীকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে এখন সুস্থ। আমরা বলতে পারি, বর্তমানে দিল্লিতে জেএন.১ ভেরিয়েন্টের কোনও রোগী নেই।

এদিকে, দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে দিল্লির এইমস আপৎকালীন বিভাগে রোগী পরীক্ষার জন্য বহির্বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে। অত্যধিক অসুস্থ রোগীদের জন্য ১২টি শয্যা থাকবে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেখানে রোগীদের করোনার উপসর্গ আছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে এবং তার ভিত্তিতে চিকিৎসা চলবে।