আগরতলা, ২৭ ডিসেম্বর: ২৮ ডিসেম্বর জাতীয় কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর হলে সকাল ১১ ঘটিকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে দলের ধারাবাহিকতা বজায় রেখে যাঁরা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন এবং দলের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন তাদের ও তাঁদের পরিবার পরিজনদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সন্মাননা প্রদান করা হবে।
এই মহৎ অনুষ্ঠানে রাজ্যের সকল সংগ্রামী কংগ্রেসীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
এ দিন সকাল ৯:০০ টায় আগরতলা কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন এবং সকাল ৯:৩০ মিনিটে আগরতলা গান্ধীঘাটে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কংগ্রেস নেতৃবৃন্দ। সকাল ১০:৩০ মিনিট থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নাম্বার ১ এ মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে সকল জেলা, ব্লক, শাখা সংগঠনের জাতীয়তাবাদী, সংগ্রামী কংগ্রেস নেতা কর্মীবৃন্দদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।