কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): রাজ্যের পঞ্চায়েতের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় সুখবর। এবার সরকারের অন্যান্য কর্মচারীদের মতো তাঁরাও রাজ্য সরকারের ক্যাশলেস স্বাস্থ্যবিমার আওতায় আসতে চলেছেন।
রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ছাড়পত্র পেয়েছে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন অন্তত ৫০ হাজার সরকারি কর্মী।
সরকারি কর্মচারী সংগঠনের আবেদনের ভিত্তিতে এপ্রিল মাসে পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যে সরকারের অধীনে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট কর্মীর সংখ্যা ৩০ হাজার। অবসরপ্রাপ্ত কর্মী ২০ হাজার। এবার থেকে এই ৫০ হাজার কর্মী ক্যাশলেস চিকিৎসা বিমার সুবিধা পাবেন।