ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে লংতরাইভ্যালী মহকুমায় প্রথমবারের মতো শুরু হল ব্যাডমিন্টন নক আউট টুর্নামেন্ট। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মহকুমা শাসক কোয়ার্টার প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন ছামনু কেন্দ্রের বিধায়ক শম্ভু লাল চাকমা। এসডিএম কোয়ার্টার কমপ্লেক্স বয়েজের উদ্যোগে এই টুর্নামেন্ট হলেও এই উদ্যোগের পেছনে মূল কারিগর হলেন মহকুমা শাসক উওম কুমার ভৌমিক। এই টুর্নামেন্টে শুধু মাত্র মহকুমার খেলোয়াড়রাই অংশগ্রহণ করেনি আগরতলা, খোয়াই, কমলপুর, কাঞ্চনপুর, গন্ডাছড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শম্ভু লাল চাকমা বলেন মানুষের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশের ক্ষেত্রেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রিকেট ফুটবলের পাশাপাশি ইনডোর গেমেরও টুর্নামেন্ট হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে এলাকার ছেলেমেয়েরা খেলাধুলার প্রতিও আগ্রহ বারবে। প্রধান অতিথির ভাষনে মনু- ছৈলেংটা আসনের এমডিসি সঞ্জয় দাস বলেন এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করলে যুবসমাজের একাংশ মোবাইল থেকে চোখ সড়িয়ে খেলার আনন্দ উপলব্ধি করতে পারবে। উদ্বোধনী ম্যাচেই খেলাপ্রমীদের ভীড় ছিল লক্ষনীয়। উদ্ভোধনী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক উওম কুমার ভৌমিক, সমাজসেবী মোহন লাল চাকমা সহ অন্যান্যরা।