নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): বুধবার, ২৭ ডিসেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর সাড়ে বারোটা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সুবিধাভোগী অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠান চলাকালীন বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী মোদী। সুবিধাভোগীদের মুখ থেকে শুনবেন তাঁদের কথা। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরাও এই কর্মসূচিতে যোগ দেবেন।

