হাফলং (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় নির্বাচনী হিংসা? উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন শেমখর আসনের নির্দল প্রার্থী হিরোজিৎ জিডুঙের দুই প্ৰচারকর্মী দুষ্কৃতকারীদের হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে শেমখরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই পাহাড়ি জেলায় উত্তেজনার সৃষ্টি হচ্ছে। শেমখর আসনের নির্দল প্রার্থী হিরোজিৎ জিডুংয়ের অভিযোগ, শেমখর গ্রামে সোমবার পার্বত্য পরিষদের বর্তমান বিজেপি সদস্য তথা বিজেপি প্রার্থীর পূজা চলছিল। আর এতেই এই ঘটনা সংগঠিত হয়েছে। তিনি বলেন, এই পূজা চলাকালীন ডিএনএলএর প্রাক্তন সদস্য প্রদাও রিংমাও বডো ও ফুলন ফংলো তাঁর সমৰ্থক-কর্মীদের ওপর আক্রমণ চালায়। নির্দল প্রার্থী হিরোজিৎ জিডুংয়ের কর্মীদের বলেরো গাড়ি, মোটর সাইকেলে ভাঙচুর চালায়। সঙ্গে তাঁর দুই কর্মী রিডেন হাফলংবার ও প্রকাশ ফংলোর উপর দা, খুকরি নিয়ে প্রাণঘাতী হামলা চালায়। এতে রিডেন ও প্রকাশ ফংলো গুরুতরভাবে আহত হয়েছেন।
আহত দুজনকে মাইবাং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিরোজিৎ জিডুঙের অভিযোগ, শেমখর আসনের বর্তমান বিজেপি সদস্য এই আক্রমণের ঘটনা সংগঠিত করেছেন। তিনি পরিষদের বর্তমান বিজেপি সদস্য তথা শেমখর আসনের প্রার্থীকে (বিজেপি) নজরবন্দি করে রাখার জন্য জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন। তিনি বলেন, জেলা প্রশাসন বা পুলিশ এনিয়ে যদি কোনও পদক্ষেপ গ্রহণ না করে তা-হলে তিনি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করবেন।