Cricket : দৃষ্টিহীনদের ক্রিকেটে চার দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন ত্রিপুরা 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ ডিসেম্বর : ধর্মনগরের কলেজ রোডস্থিত ক্রিকেট স্টেডিয়ামে ২৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত যে দৃষ্টিহীনদের ক্রিকেট টুর্নামেন্ট সিক্সড এডিশন অনুষ্ঠিত হয়েছে সেখানে ত্রিপুরা চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম ম্যাচে ত্রিপুরা মনিপুর কে হারিয়েছিল দ্বিতীয় ম্যাচে অর্থাৎ রবিবারে শক্তিশালী ছত্রিশগড়কে পরাজিত করেছে। আজ অর্থাৎ সোমবার তৃতীয় তথা শেষ ম্যাচে আসাম কে পরাজিত করেছে। 

আজকের খেলায় প্রথমে ত্রিপুরা ব্যাট করে তিন উইকেটের বিনিময়ে ১৯৫ রান করে ১৮ ওভারে। যার মধ্যে বিশ্বজিৎ দেবনাথ এর ৭১ বলে ১২৮ রান এবং ত্রিপুরার অধিনায়ক সুকান্ত সরকারের ৩৩ বলে ৩৮ রান উল্লেখযোগ্য।

জবাবে ব্যাট করতে নেমে আসাম নির্ধারিত তথ্য ১৮ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র একানব্বই রান করে। ত্রিপুরা ১০৪ রানে বিজয়ী হয়। 

বোলিংয়ে ত্রিপুরার পক্ষে সুকান্ত সরকার চার ওভার ১৩ রান দিয়ে তিনটি উইকেট, বিশ্বজিৎ দেবনাথ চার ওভারে ২৫ রানের দুটি উইকেট এবং রাজেন্দ্র পুনরিয়া ৩ ওভারে ১২ রানে একটি উইকেট দখল করে। আজকের খেলায় বিশ্বজিৎ দেবনাথ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় এবং খেতাব দখল করেছে। সমাপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।