বাজারিছড়া (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন সলগইয়ে যাত্রীবাহী একটি অটো রিকশা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন জনৈক বৃদ্ধ মহিলা। এ ঘটনায় আহত হয়েছেন চার মহিলা সহ পাঁচজন। তবে দু বছরের এক শিশু অক্ষত রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর অটো চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল প্রায় সাড়ে তিনটা নাগাদ। জানা গেছে, এএস ১০ এসি ৯৮৩৯ নম্বরের একটি যাত্রীবাহী অটো রিকশা পাথারকান্দি থেকে লোয়াইরপোয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সলগই বাজার লাগোয়া ডেঙ্গারবন্দ পাবলিক এমই স্কুল সংলগ্ন ৮ নম্বর জাতীয় সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বসে্ চালক। এতে অটোটি পাল্টি খেয়ে সড়কের পূর্ব পাশে খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনায় দু বছরের এক শিশু অক্ষত থাকলেও বাকি চার মহিলা সহ পাঁচ যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনা সংগঠিত করে সুযোগ বুঝে পালিয়ে যায় অটো চালক। ঘটনাটি দেখে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে বয়স্ক এক মহিলাকে মাকুন্দা হাসপাতালে এবং অন্যদের পাথারকান্দি সামূহিক হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থেকে অকুস্থলে পৌঁছে সরকারি স্বাস্থ্য পরিষেবার একটি ভ্যা্ন। তবে এর আগেই আহতদের পাঠানো হয় হাসপাতালে। এদিকে দুর্ঘটনার পর তদন্তে নামেন বাজারিছড়া থানার এএসআই বিষ্ণুপদ রাভা।
তিনি জানান, এখন পর্যন্ত আহতদের নাম-ধাম জানা যায়নি। তবে তাঁরা সবাই বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের লোক। আহতদের পাঁচ জনের হাত পা ভেঙেছে। মাকুন্দায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বয়স্ক মহিলা। প্রয়োজনে বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাগ্রস্ত অটোটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি পলাতক চালককে ধরতে পুলিশ সর্বত্র জাল বিছিয়েছে, জানান বাজারিছড়া থানার এএসআই বিষ্ণুপদ রাভা।