মুম্বই, ২৫ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী ধনঞ্জয় মুন্ডে করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সোমবার এই তথ্য জানিয়েছেন। অজিত পাওয়ার সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান।
তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিনি আরও জানান, রাজ্যের প্রশাসন বেশি করে করোনা পরীক্ষার জন্য সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সরকারি আধিকারিকদের এসংক্রান্ত সব রকমের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ধনঞ্জয় মুন্ডের কার্যালয়ের একজন কর্মী জানিয়েছেন, নাগপুরে অনুষ্ঠিত রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষদিনে (২০ ডিসেম্বর) মুন্ডে করোনা পরীক্ষা করেছিলেন।