BRAKING NEWS

জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে গণরোষের শিকার  ঠিকেদার, নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর 

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৪ ডিসেম্বর : জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে গণরোষের শিকার হলেন ঠিকেদার পঙ্কজ মল্লিক।  শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং এলাকায় জলের পাইপলাইন বসানোর কাজের বারদ্ধ পেয়েছেন  ঠিকেদার পঙ্কজ মল্লিক। এলাকার লোকজনদের অভিযোগ পঙ্কজ মল্লিক পাইপ লাইন বসানোর জন্য ড্রজার দিয়ে ড্রেইন নির্মান করছেন।  

ড্রেইনটির যেমন হওয়ার কথা ততটুকু কাজ হচ্ছেনা বলে অভিযোগ এলাকাবাসীদের। এলাকাবাসীর আরো অভিযোগ,  ড্রেইন করার সময় যেসকল পুরানো লোহার পাইপ উঠে আসছে সেগুলি ঠিকেদার নিয়ে গিয়ে স্থানীয় একটি দোকানে বিক্রি করে দিচ্ছে। এছাড়াও ড্রেইন নির্মানের সময় যেসকল ইট উঠে আসছে সেগুলিও তিনি নিয়ে যাচ্ছেন। কাজের গুনগতমানও খুবই নিম্নমানের বলে অভিযোগ এলাকাবাসীর। 

এলাকাবাসীর অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে কাজ করে যাচ্ছে বামমার্গীয় ঠিকেদার পঙ্কজ মল্লিক।অপরদিকে এলাকাবাসীর অভিযোগের সত্যত্য যাচাই করতে গেলে ঠিকেদার পঙ্কজ মল্লিকের জানান, লোহার পাইপ ও ইটগুলি নিজ বাড়িতে নিয়ে গেছেন তিনি। যার মধ্যে লোহার পাইপগুলি অফিসে জমা করবেন এবং ইটগুলি পরবর্তী সময় কাজে লাগাবেন। 

লাউগাং এলাকার লোকজনদের অভিযোগ রয়েছে পঙ্কজ মল্লিক বিগতদিনেও যেসকল কাজ করেছেন তা সম্পূর্ন নিম্নমানের।  স্বচ্ছতার সহিত কাজের গুনগতমান বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।  এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠতদন্তে ও লাউগাং এলাকাবাসীর সুবির্ধাথে কাজের গুনগতমান বজায় রাখতে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *