BRAKING NEWS

বড়দিন উপলক্ষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

আগরতলা, ২৪ ডিসেম্বর : বড়দিন উপলক্ষে ত্রিপুরার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, ‘বড়দিনের এই শুভ অনুষ্ঠান উপলক্ষে ত্রিপুরা রাজ্যের সকল জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানাতে পেরে আমি অপরিমেয় আনন্দ উপলব্ধি করছি। পৃথিবীতে ভগবান যীশু খ্রীস্টের শুভ আবির্ভাবের দিনকে বড়দিন হিসেবে পালন করা হয়। এই দিনটি এখনও আধ্যাত্মিক জীবনের এক গভীর সত্যের উল্লেখযোগ্য প্রতীক। তার জন্মদিবসের এই শুভক্ষণে, সমগ্র মানবজাতির জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের সকলকে শান্তি সম্প্রীতি ও সহিষ্ণুতার প্রতি সংকল্পবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি বড়দিন পালন আমাদের মিশ্র সংস্কৃতির বন্ধনকে শক্তিশালী করবে। আশা করি সমগ্র ত্রিপুরাবাসীর জন্য এই উৎসব আনন্দ, ভালোবাসা, সুখ, সমৃদ্ধি, শান্তি, সৌভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের বার্তা বয়ে নিয়ে আসবে।’

এদিকে, বড়দিন উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘বড়দিন প্রভু যীশুর জন্মোৎসব। সারা বিশ্বের বিভিন্ন দেশে মানুষ এই উৎসবে সমবেত অংশ নেন। প্রভু যীশুর বিশ্ব শান্তির বার্তা আজও এই পৃথিবীতে আমাদের কাছে চিরন্তন ও প্রাসঙ্গিক। পারম্পরিক সম্প্রীতির আদান প্রদান ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে পবিত্র বড়দিন। বড়দিনের পবিত্রতা গ্লানি ও বিভেদকে মুছে দিয়ে মানবিকতায় সমৃদ্ধ করে তুলুক। সকলের সুস্থতা, সুখ সমৃদ্ধি ও উন্নততর শ্রেষ্ঠ রাজ্য গড়ে তোলাই হোক বড়দিনের প্রার্থনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *