মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখানোয় লক আপে , জামিন অযোগ্য ধারায় মামলা

কলকাতা, ২৩ ডিসেম্বর (হি.স.): চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোয় লক আপে রাত কাটল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিশ। ধৃতদের হেফাজতে নিতে শনিবার আবেদন জানিয়েছে পুলিশ।

সরকারি কর্মীকে নিগ্রহ, কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। শুক্রবারের এই বিক্ষোভের ঘটনায় মহিলা চাকরিপ্রার্থী-সহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের রাত কাটে লালবাজারের সেন্ট্রাল লক আপে। তারপর দুপুর দুটোর কিছু পরে লালবাজার থেকে ৫টি গাড়ি করে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় ধৃতদের।

প্রসঙ্গত, শুক্রবার কালীঘাট থানা ও মন্দিরের কাছ থেকে এসে, কালীঘাট রোড ধরে একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ার উল্টোদিকে, মন্দিরের মূল গেটের কাছে পৌঁছে যান উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীরা। শুরু হয় ধরপাকড়, হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। রাস্তায় শুয়ে পড়েন কয়েকজন আন্দোলনকারী। ৫৫ জন মহিলা-সহ ৫৯ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে নিগ্রহ-সহ অবৈধ জমায়েত এবং জোর করে আটকে রাখার মতো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।