BRAKING NEWS

জ্ঞাতসারে অথবা অজান্তে ভগবান জগন্নাথের ভক্তদের আবেগ নিয়ে খেলা করা উচিত নয় : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): জেনে বুঝে অথবা অজান্তে ওড়িয়া ও ভগবান জগন্নাথের ভক্তদের আবেগ নিয়ে খেলা করা উচিত নয়। বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পুরীর জগন্নাথ মন্দিরে ইউটিউবার কামিয়া জানির ভিডিওর প্রেক্ষিতে শনিবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ধর্মেন্দ্র প্রধান। তিনি উত্তরে বলেছেন, “সমস্ত ওড়িয়া এবং সনাতন ধর্মের অনুসারীদের জন্য, মহাপ্রভু শ্রী জগন্নাথ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান জগন্নাথের ভক্তদের অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু করা উচিত নয়। জ্ঞাতসারে অথবা অজান্তে ওড়িয়া এবং ভগবান জগন্নাথের অনুসারীদের অনুভূতি নিয়ে কেউ যেন খেলা না করে।”

উল্লেখ্য, জগন্নাথ মন্দির চত্বরেই আমলা তথা বিজেডি নেতা ভি কে পান্ডিয়ানের সঙ্গে ইউটিউবার কামিয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপির ওডিশা শাখা আপত্তি উত্থাপন করে বলেছে, যে কামিয়া “গরুর মাংস খাওয়ার প্রচারের জন্য পরিচিত” তাকে পুরীর শ্রদ্ধেয় মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। প্রশ্নবিদ্ধ ভিডিওটিতে দেখা যায়, বিজেডি নেতা ভি কে পান্ডিয়ানের সঙ্গে পুরীর হেরিটেজ করিডর নিয়ে আলোচনা করছেন কামিয়া। শ্রীমন্দির হেরিটেজ করিডর প্রজেক্ট এবং পুরীর মন্দিরের মহাপ্রসাদ নিয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন বিজেডি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *