পাটনা, ২২ ডিসেম্বর (হি.স.) : করোনার ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব প্রত্যয় অমৃত একটি প্রেজেন্টেশনের মাধ্যমে করোনার বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য দেন। তিনি বলেন, সম্প্রতি দেশে ওমিক্রণের জেএন-১ ভ্যারিয়েন্টের অনেক সংক্রমণ ধরা পড়েছে। বিহারেও এমন দুটি করোনার সংক্রমণের প্রকাশ্যে এসেছে যা বাইরে থেকে রাজ্যে আসা মানুষদের মধ্যে পাওয়া গিয়েছে। তিনি জানান, এই রূপটি খুব মারাত্মক নয়। এখন দুজন করোনা রোগীই হোম আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন। করোনার এই নতুন রূপটি নিয়ে স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ সজাগ এবং এটি রক্ষায় সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৈঠকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আরও বলেন, করোনার ক্রমবর্ধমান মামলার পরিপ্রেক্ষিতে আরটিপিসিআর পরীক্ষার সংখ্যাকে আরও বাড়াতে হবে। করোনার নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী হাসপাতালে ওষুধ, সরঞ্জাম, বিছানা, অক্সিজেন, জনবল এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার যোগান রাখতে হবে। তিনি বলেন, সঠিক আচরণ নিশ্চিত করতে সামাজিক মাধ্যম ও অন্যান্য প্রচার মাধ্যমে করোনা সম্পর্কে জনগণকে সতর্ক ও সচেতন করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। জনগণের আতঙ্কিত হওয়ার দরকার নেই বলেও তিনি এদিন বৈঠকে জানান। সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন বিহারের মুখ্যমন্ত্রী।