৪ দফা দাবিতে সরব টি এস ইউ

আগরতলা, ২১ ডিসেম্বর: গত ১৩ ডিসেম্বর জনজাতি ছাত্রীর আত্মহত্যার ঘটনায় সঠিক তদন্ত সহ ৪ দফা দাবিতে সরব হয়েছে টি এস ইউ। আজ জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন সংগঠনের নেতৃত্বরা।

সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানিয়েছেন, গত ১৩ ডিসেম্বর বিজয় কুমার স্কুলের সিয়ারী জামাতিয়া নামে অনঙ্গ মোহিনী এসটি হোস্টেলে থাকা ছাত্রী আত্মহত্যা করে। কিন্তু দূর্ভাগ্যের বিষয় এখনও আত্মহত্যার সঠিক তদন্ত হচ্ছে না। তার কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে ১৫০ জন শিক্ষার্থী তাদের ক্লাসে উপস্থিত হচ্ছে না। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে এখন শিক্ষার্থীদের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা প্রশাসন করেনি। সুতরাং সঠিক তদন্ত এবং শিক্ষার্থীদের স্কুলমুখী করা হোক।

সংগঠনের আরও দাবি, প্রতিটি এসটি হোস্টেলে ওয়ার্ডেন এবং গার্ড প্রয়োজন৷ পাশাপাশি বৃত্তি উপজাতীয় কল্যাণ দপ্তরের ফর্ম পূরণের জন্য এনএসপি ওয়েবসাইট এখন খুব ধীরগতিতে এবং খুব খারাপভাবে কাজ করছে। এখনও ৫০% এরও বেশি শিক্ষার্থী তাদের আবেদনপত্র পূরণ করতে পারেনি। তাই যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হোক।

তাছাড়া, ডে স্কলার এবং হোস্টেলারের পার্থক্য বিভ্রান্তি বিভাগকে বিজ্ঞপ্তির মাধ্যমে পরিষ্কার করতে হবে। তাদের দাবি আগের বছর হোস্টেলারদের বৃত্তি গ্রহণ করা হলেও এখন তা গ্রহণ করা হচ্ছে না।