কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.) : বুধবার ভোর ৩:৩০ মিনিট নাগাদ কলকাতায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের।
ফোর্ট উইলিয়ামের জর্জ গেটের সামনে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে একটি বাইক। বাইকে থাকা একজন পুরুষ ও একজন মহিলা গুরুতরভাবে জখম হন।
তাঁদের এস এস কে এম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাইক চালক নেশায় মত্ত অবস্থায় ছিলেন কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।