নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.) : শ্রী গুরু তেগ বাহাদুরকে তাঁর মৃত্যুদিবসে রবিবার শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে গুরু তেগ বাহাদুরকে তাঁর মৃত্যু দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
মোদী পোস্টে লিখেছেন, “স্বাধীনতা এবং মানবিক মর্যাদার জন্য শ্রী গুরু তেগ বাহাদুর জির অতুলনীয় আত্মত্যাগ মানবতাকে সততা এবং সহানুভূতির সঙ্গে বাঁচতে অনুপ্রাণিত করে। আজ আমরা সাহস ও শক্তির প্রতীক শ্রী গুরু তেগ বাহাদুর জিকে তাঁর মৃতবার্ষিকীতে স্মরণ করছি। স্বাধীনতা ও মানবিক মর্যাদার জন্য তাঁর অতুলনীয় আত্মত্যাগ আজও অনুরণিত হয়। তাঁর মানবিতা আমাদের সততা ও সহানুভূতির সঙ্গে বাঁচতে অনুপ্রাণিত করে। ঐক্য এবং ধার্মিকতার উপর জোর দিয়ে তাঁর শিক্ষা আমাদের ভ্রাতৃত্ব ও শান্তির অন্বেষণে পথ প্রশস্ত করে।”

