আগরতলা, ১৪ ডিসেম্বর: গাঁজা বিরোধী অভিযানে নেমে পুলিশ এবং গাঁজা কারবারীদের মধ্যে তুমুল খন্ড যুদ্ধ। ওই ঘটনায় সিধাই থানাধীন নতুন বাজার এলাকা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় আহত পুলিশ সহ বেশ কয়েকজন এলাকাবাসী।
জানা গিয়েছে, আজ ভোরে সিধাই থানাধীন নতুন বাজার এলাকায় গাঁজা বিরোধী অভিযানে নামে পুলিশ। তখন কয়েকজন এলাকাবাাসী পুলিশের গাড়ির ভাঙচুর চালায়। ওই ঘটনায় পরর্বতী সময়ে পুলিশ বস্তি এলাকায় ঢুকে মারধর করে বলে অভিযোগ স্হানীয় মানুষদের। তাদের আরও অভিযোগ পুলিশ সাধারণ মানুষদের বাড়িতে ঢুকে আক্রমন চালিয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।