নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১৩ ডিসেম্বর : পুলিশ প্রশাসনের স্বচ্ছ ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত হয়েছে একাংশের পুলিশ কর্মী। তাতে মুখ পুড়ছে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের। এ ধরনের চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। পুলিশের পোশাক পড়ে কাঞ্চনপুর- জম্পুই সড়কে সুপারি ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ ও সুপারি লুঠ করার দায়ে গ্ৰেপ্তার কাঞ্চনপুর থানার এস আই পূর্ণ মগকে আরো দুই দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আদালত ।
বাকি অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একদিনের পুলিশ রিমান্ডে শেষ হলে কাঞ্চনপুর মহকুমা সাব ডিভিশনাল জুডিলিয়াল ম্যাজেষ্ট্রেটের আদালতে তোলা হয় অভিযুক্তদের। আসামির পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু দুই সরকারি আইনজীবী শ্যামল দাস এবং নির্মল দাস অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা করেন। আদালত দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিচারপতি ফের অভিযুক্ত কাঞ্চনপুর থানার এসআই পূর্ণ মগকে দুই দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন ।