প্রতিঘরে সুশাসনের  ক্যাম্প অনুষ্ঠিত বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ ডিসেম্বর : বুধবার  বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত  লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতিঘরে সুশাসনের  ক্যাম্পের আয়োজন করা হয় আজ।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিধায়ক সুশান্ত দেব।  তাছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় আর ডি ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকার  নান্টু দেব,লক্ষ্মীবিল  পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যাগন। 

এলাকাবাসীদের মধ্যে তেরোটি দপ্তরের প্রতিনিধিগণ যারা তাদের স্কিম এবং সার্ভিস প্রদান করেন। স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে মোট ২০১জনের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ দেওয়া হয়, চক্ষু পরীক্ষা করে মোট ৪১ জনের ঔষধ এবং চশমার ব্যবস্থা করা হয়, এছাড়াও প্রতিটি দপ্তরের বিভিন্ন স্কিম মানুষের জন্য উন্মুক্ত করা হয় প্রচারকারীর এলইডি স্কিনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিম এবং সার্ভিস জনসম্মুখে প্রচার করা হয়।