আগরতলা, ১৩ ডিসেম্বর : হঠাৎ কলেজের ছাত্রছাত্রীদের উপরে ভীমরুলের হামলা। ভীমরুলের কামড়ে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র ছাত্রী আহত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ সরকার বলেন, আজ সকালে একঝাঁক ভীমরুল উড়ে এসে পথচারী থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের উপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ছাত্রছাত্রী সহ পথচারী আহত হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছাড়িয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয়েছে দমকলবাহিনীকে। ঘটনাস্থলে দমকলকর্মীরা আসে আহতদের উদ্দার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীনে আছেন বলে জানিয়েছেন তিনি।

