নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ ডিসেম্বর : ঊনকোটি জেলার কৈলাসহরের ধাতুছড়া এলাকায় এক মহিলার নামে বরাদ্দকৃত ঘরের টাকা স্থানীয় এক বিজেপি নামধারী নেতা আত্মসাৎ করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ জানালে হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
কৈলাসহর ধাতুছড়া এলাকায় ১ ব্যক্তিকে মারধোর করার অভিযোগ উঠল ওই এলাকার শাসকদলীয় এক কর্মীর বিরুদ্ধে। ওই এলাকার বাসিন্দা ভারতী বাল্মিকী দাস নামে এক মহিলা বিগত ৯ মাস পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি তিনি ঘর পান।
জানা যায় ,ভারতি বাল্মিকী দাসের ব্যাংক একাউন্টে ঘরের প্রথম কিস্তির ৪৮ হাজার টাকা ঢুকেছে। অভিযোগ ওই এলাকার বাসিন্দা তথা বিজেপি দলের কর্মী বিজয় হালাম নামে এক ব্যক্তি ভারতি বাল্মিকী দাসকে বোকা বানিয়ে ৪৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এর প্রতিবাদ করেন ভারতী বাল্মিকী দাসের ছেলে বাপ্পন বাল্মিকী দাস। তখন নাকি বিজয় হালাম বাপন বাল্মিকী দাসকে দেখে নেবারও হুমকি দেয়।
এরই সূত্র ধরে মঙ্গলবার বিকেলবেলা বিজয় হালাম বাপ্পন বাল্মিকী দাসকে একা পেয়ে মাটিতে ফেলে বেধড়ক ভাবে মারপিট চালায়। যার ফলে বাপন বাল্মিকী দাস গুরুতরভাবে আহত হয়। পরবর্তী সময় বাপ্পন বাল্মিকী দাসকে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে বাপন বাল্মিকী দাস কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের কাছ থেকে আরোও জানা যায় যে বিজয় হালামের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। পাশাপাশি ওই এলাকায় এসে দাপট দেখিয়ে ঘুরাফেরা করে ওই ব্যক্তি। তাকে কেউ কিছু বলার সাহস পায় না। উক্ত বিষয় নিয়ে বাপন বাল্মিকী দাসের স্ত্রী সুজাতা বাল্মিকী দাস কৈলাসহর থানায় বিজয় হালামের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগমূলে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারের সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।