মালদা, ১১ ডিসেম্বর (হি.স.) : মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতির রাইগ্রাম উচ্চ বিদ্যালয় চত্বরে রেজিস্ট্রেশন ফি বেশি নেওয়ার অভিযোগে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাল ছাত্র-ছাত্রীরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, রেজিস্ট্রেশন ফি বেশি নয়, স্কুলে সরস্বতী পুজো ও স্পোর্টসের জন্য এক সঙ্গে ফি নেওয়ার কারণে পড়ুয়াদের ভুল ধারণা হয়েছে।
এদিন, দুপুরে রাইগ্রাম উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। পড়ুয়াদের অভিযোগ, অন্যান্য স্কুলে দ্বাদশ শ্রেণির রেজিস্ট্রেশন ফি বাবদ বিষয় অনুযায়ী ৩০০ থেকে ৩৫০ টাকা নেওয়া হচ্ছে। অথচ রাইগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৪০০ এবং ৪৫০ টাকা করে রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক উত্তমকুমার কর্মকার জানান, কোনও অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্কুলের স্পোর্টস এবং সরস্বতী পুজোর ফি নেওয়ার কারণেই পড়ুয়াদের মধ্যে এই ভুল ধারণা তৈরি হয়েছে।