বছরের পর বছর ধরে নেওয়া পদক্ষেপের ফলে খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে : পঙ্কজ চৌধুরী

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): বছরের পর বছর ধরে নেওয়া পদক্ষেপের ফলেই খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় সোমবার অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, চলতি অর্থ বছরে খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধির হার ৫ দশমিক ৪ শতাংশে রাখা সম্ভব হয়েছে।

গত অক্টোবরে এর হার ছিল ৪ দশমিক ৪ শতাংশ। তিনি বলেন, বিগত ৪৩ মাসের মধ্যে অক্টোবরে মুদ্রাস্ফীতির হার সবচেয়ে কম রেকর্ড করা হয়েছে। এলপিজি সিলিন্ডারের দাম কমানো, সব্জির দাম নিয়ন্ত্রণে রাখার মত একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার।