বারাণসী, ১১ ডিসেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার বারাণসী পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। সোমবার বারাণসী পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল বাবাপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান। মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এখানে এসেছেন রাষ্ট্রপতি। তাঁর সফরের কারণে বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঐতিহ্য অনুযায়ী একাডেমিক শোভাযাত্রায় যোগ দেন । অনুষ্ঠানে রাষ্ট্রপতি নিজের হাতে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন। প্রায় ৫৫ মিনিট অনুষ্ঠানে উপস্থিত থাকার পর তিনি সার্কিট হাউসে যান। এখানে বিশ্রাম এবং দুপুরের খাবারের পরে, তিনি বাবাপুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। বারাণসীতে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল থেকেই রাষ্ট্রপতির আগমন ও বিদায় উপলক্ষ্যে সংশ্লিষ্ট পথে সকল পথে কড়া নিরপত্তা ছিল। এদিন রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এডিজি নিরাপত্তা রঘুবীর লাল এবং পুলিশ কমিশনার মুথা অশোক জৈন।