BRAKING NEWS

বেআইনি নির্মাণ মামলায় কলকাতা পুরসভাকে হাই কোর্টের ১ লক্ষ টাকা জরিমানা

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণ মামলায় কলকাতা পুরসভাকে এক লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সোমবার আদালত ভর্ৎসনা করে বলে, “ভোট ব্যাংক আছে। কিন্তু কিছু তো করা দরকার”।

বেআইনি নির্মাণ মামলায় রাজ্যের তরফে রিপোর্ট পেশ করার কথা বলে কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত ৪ হাজার ২২২টি জলাশয় ভরাট হয়েছে। তার পর থেকে তা একেবারেই বন্ধ। রাজ্যের তরফে প্রধান বিচারপতির প্রশ্ন, “আপনারা জানেন না, কোথায় জলাশয় বন্ধ করে বেআইনি নির্মাণ হয়ছে? বেআইনি নির্মাণ নিয়ে যে সব নির্দেশ হয়েছে তার কটা মানা হয়েছে?”

প্রধান বিচারপতি বলেন, “ভোট ব্যাংক আছে। কিন্তু কিছু তো করা দরকার! জলাশয় নিয়ে অনেক মামলা। কী করছেন? চাইলে সমস্যা সমাধান হয়। না চাইলে কোনওদিন তা সম্ভব নয়!” সওয়াল জবাবের পরই কলকাতা পুরসভাকে ১ লক্ষ টাকা জরিমানা করে হাই কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *