গুয়াহাটি, ১০ ডিসেম্বর (হি.স.) : অসমে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই চলবে। বের করা হবে জালিয়াতি করে এনআরসিতে নাম নথিভুক্তদের। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার।
আজ রবিবার পশ্চিম বরাগাঁওয়ে অবস্থিত শহিদ স্মারকক্ষেত্রে আয়োজিত শহিদ দিবসের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, জাল নথি ব্যবহার করে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-তে জালিয়াতি করে নিবন্ধিত নামগুলি শনাক্ত করতে বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, কেবল শনাক্তকরণই নয়, জালিয়াতি করে এনআরসিতে যে সব নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তা ছাটাই করা হবে। প্ৰসঙ্গক্ৰমে তিনি বলেন, সরকার এনআরসির ইন্টিগ্রেটি বজায় রাখতে এবং শুধুমাত্র বৈধ নাগরিকদের অন্তর্ভুক্ত করা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ ধরে একজন ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণকে সমর্থন করেন তিনি। তবে সব কিছু হবে আইনি প্রক্রিয়ায়। আইন যা বলবে তিনি তা মেনে নেবেন।
হিমন্তবিশ্ব শৰ্মা আরও বলেন, সরকার অসম চুক্তির ৬ নম্বর দফার সমস্ত শর্ত পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে এই দফা কার্যকরও হয়েছে। ৬ নম্বর দফার ভিত্তিতে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ১০০ শতাংশ খিলঞ্জিয়া (ভূমিপুত্র) অসমিয়ার নিয়োগ নিশ্চিতকরণ হয়েছে।