BRAKING NEWS

অসমের নির্দিষ্ট অঞ্চলে জমি কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে আইন প্রণয়ন হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১০ ডিসেম্বর (হি.স.) : অসমের নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে জমি কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে প্রস্তুত রাজ্য সরকার। এ জন্য আইন প্রণয়ন হবে। আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ রবিবার পশ্চিম বরাগাঁওয়ে অবস্থিত শহিদ স্মারকক্ষেত্রে আয়োজিত শহিদ দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী বলেন, রাজ্যের নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে জমি ক্রয়কে সীমাবদ্ধ করতে আইন প্রণয়ন করতে প্রস্তুত। এই আইন নিশ্চিত করবে, মাজুলি, বটদ্রবা, বরপেটা সহ আরও কয়েকটি অঞ্চলে শুধুমাত্র অসমিয়ারাই জমি কিনতে পারবেন। সম্মিলিত পরিচয়ের বোধ গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে।

অসমিয়া সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব এবং এ কাজে সক্রিয়ভাবে অবদান রাখার জন্য সরকার ও জনগোষ্ঠী, উভয়ের উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের রাজস্ব এবং বন বিভাগে বহিরাগতদের জমি ক্রয় এবং দখলের যে কর্মকাণ্ড চালাচ্ছেন অসমিয়া সরকারি কর্মচারীরা, তাতে উদ্বেগ ব্যক্ত করেছেন ড. শর্মা। বিশেষ করে গরুখুটি, কাজিরঙা এবং বটদ্রবার নির্দিষ্ট ঘটনাবলি তুলে ধরেন, যেখানে অসমিয়া কর্মচারীরা অসমের সাংস্কৃতিক অখণ্ডতার সাথে আপস করে এ ধরনের অবৈধ কার্যকলাপে জড়িত।

অবৈধ এই সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের সতর্ক করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আসন্ন আইনের বলে এ জাতীয় অভ্যাস বন্ধ করা হবে। এই আইনের মাধ্যমে অসম এবং এর জনগণের স্বার্থ সুরক্ষিত নিশ্চিত করবে তাঁর সরকার, বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের জন্য আমাদের অবস্থান দৃঢ় হওয়া অপরিহার্য যে বহিরাগতরা এই সব এলাকায় জমি ক্রয় এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়তে পারবে না।’ মুখ্যমন্ত্রী রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকার এবং সম্প্রদায় স্তরে সমস্ত অসমিয়াকে হাত মেলানোর আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *