BRAKING NEWS

গণতান্ত্রিক নারী সমিতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেতৃত্বরা।
মানবাধিকার লঙ্ঘণে বিশ্বের মধ্যে ভারত শীর্ষস্থানে রয়েছে এবং দেশের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে ত্রিপুরা। প্রতিনিয়ত দারিদ্রতা ও অনাহারে মৃত্যু হচ্ছে এ রাজ্যে। তাই ত্রিপুরাকে মানবাধিকার লঙ্ঘন থেকে রক্ষা করতে শপথ নেওয়ার দিন আজ। রবিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীস্থিত এলাকায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কর্তৃক আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সংগঠনের নেত্রী রমা দাস।

এদিন বিশ্ব মানবাধিকার দিবস আহবানে নারীদের উপর সংগঠিত অপরাধ হিংসা বন্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। রমা দাস আরো বলে, আজ মানবাধিকার দিবস। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যে দিনটি বিশেষভাবে পালন করে শপথ বাক্য পাঠ করা হচ্ছে। এই কর্মসূচিতে সর্বভারতীয় স্লোগান হলো মানবাধিকার – নারী অধিকার। মানব অধিকার ছাড়া দেশ এবং বিশ্ব চলতে পারে না। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর থেকে রাষ্ট্রসঙ্ঘের ঘোষিত এই মানবাধিকার দিবস পালন করা হচ্ছে। গোটা দেশ এবং রাজ্যকে বাঁচাতে আজ এই দিনটি বিশেষভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *