BRAKING NEWS

কং- বামের মিতালী মেনে নিতে না পেরে বিজেপিতে যোগ দিলেন তেলিয়ামুড়ার কংগ্রেসের বিজিত প্রার্থী গৌরীশঙ্কর রায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর: 

তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিজিত প্রার্থী গৌরীশঙ্কর রায় এবার কংগ্রেস ছেড়ে সরাসরি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টির শিবিরে। আজ বিধায়িকা  কল্যাণী সাহা রায় সহ তেলিয়ামুড়া মন্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা সম্মিলিতভাবে ২০১৩ এর বিধানসভা নির্বাচনের তেলিয়ামুড়া বিধানসভা থেকে জাতীয় কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হওয়া গৌরীশঙ্কর রায়কে ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন।

এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় দাবি করেন বর্তমান সময়ে গোটা দেশে সাধারণ মানুষ বুঝতে পেরেছে পরিবার বাদের পৃষ্ঠপোষক কংগ্রেস দিশাহীন, এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিকাশ এগিয়ে চলেছে, সেই দিকে খেয়াল রেখে গোটা রাজ্য তথা গোটা দেশে বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির শিবিরে যোগদান অব্যাহত বলে শ্রীমতি সাহা  রায়ের অভিমত। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে গৌরীশঙ্কর রায়কে সাথে নিয়ে  তেলিয়ামুড়ার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।

এদিকে সদ্য কংগ্রেস ত্যাগ করা গৌরীশংকর রায় খোলাখুলি দাবি করেছেন ছোটবেলা থেকে কংগ্রেসকে ভালবাসলেও, কংগ্রেসের আদর্শকে পছন্দ করলেও এবার ২০২৩ এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে সিপিআইএম দলের মিতালীকে কোনভাবেই মন থেকে মেনে নিতে পারেননি। বিশেষ করে তেলিয়ামুড়াতে উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হওয়ার জন্যই তিনি দিশাহীন কংগ্রেসকে বিদায় জানিয়েছেন বলে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জানান ২০১৩ সালের কংগ্রেস দলের বিজিত প্রার্থী গৌরীশঙ্কর রায়। কংগ্রেসের বিচিত্র প্রার্থীর বিজেপি দলের যোগদানের ঘটনায় কংগ্রেসের কর্মী সমর্থক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তেলিয়ামুড়ায় কংগ্রেসের অস্তিত্ব ঠিকই রাখায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *