কলকাতা, ৯ ডিসেম্বর (হি. স.) এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আউটডোরের সামনে বেড না পেয়ে মৃত্যু হল এক রোগী। জানা গেছে, এসএসকেএম–এ বেড না পেয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে যান সেখানেও বেড না পেয়ে সেখান থেকে আবার ফিরতে হয় এসএসকেএমে। বেড পাওয়া তো দূরের কথা খোলা আকাশের নীচেই তাঁকে কাটাতে হল ১৮ ঘণ্টা। শনিবার দুপুরে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। মৃত ওই রোগীর নাম আকলিমা বিবি । তিনি হাওড়ার বড়গাছিয়ার বাসিন্দা।
পরিবারের অভিযোগ, তিনি প্রথমে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে স্থানীয় গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা রেফার করেন এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসার পর তাঁকে কার্ডিওলজির এমার্জেন্সিতে পাঠানো হয়। ইসিজি করে চিকিৎসকরা জানান, পেসমেকার বসানোর প্রয়োজন আছে, কিন্তু বেড নেই। তাই পরিবারের লোকেরা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানেও বেড না পাওয়ায় বৃহস্পতিবার রাতেই আবার এসএসকেএম এ ফিরে আসেন।
সারারাত জেগে থাকার পর সকালে কার্ডিওলজি আউটডোরে তাঁকে দেখানো হয়। আউটডোরের চিকিৎসক কিছু ওষুধ লিখে জানিয়ে দেন আকলিমার ভর্তি হওয়ার দরকার নেই। আউটডোর থেকে বেরিয়ে সামনেই বসেছিলেন। হঠাৎ তাঁর শরীর মারাত্ম্যভাবে খারাপ হয়ে যায়। এরপর এমার্জেন্সিতে নিয়ে যেতে জানানো হয় আকলিমা মারা গিয়েছেন। চিকিৎসা না পাওয়ার অভিযোগে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, কয়েকদিন আগে নিউরোলজি আউটডোরের সামনে রেফার রোগের শিকার হয়ে চিকিৎসক দেখানোর আগেই মৃত্যু হয়েছিল হুগলির এক রোগীর।