দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প তৈরী করেছেন প্রধানমন্ত্রী : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ ডিসেম্বর : দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প তৈরী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানেই দেশের অগ্রগতি এবং জনকল্যাণ। আজ ডুকলি আর ডি ব্লকের অন্তর্গত সূর্যমনিনগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত ভারত সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং ত্রিপুরা সরকারের প্রতি ঘরে সুশাসন (দ্বিতীয় পর্যায়) কার্য্যক্রমে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন শ্রী সাহা বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ১৫ নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ভারত সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা। ইতিমধ্যে এর সুফল পাচ্ছেন সাধারণ মানুষ।

এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী সমাজের অন্তিম ব্যাক্তির কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে চাইছেন। প্রধানমন্ত্রীর দিশায় কাজ করছে রাজ্যের বিজেপি জোট সরকার।